kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

নতুন অধিনায়ক নিয়ে আজ শুরু ম্যানসিটির

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনতুন অধিনায়ক নিয়ে আজ শুরু ম্যানসিটির

পেপ গার্দিওলা আছেন ডাগআউটে। মাঠে সের্হিয়ো আগুয়েরো, দাভিদ সিলভা, কেফিন দি ব্রুইন, রহিম স্টার্লিং, বের্নাদো সিলভা, ফের্নান্দিনিয়োসহ রয়েছেন প্রায় সবাই। নেই শুধু ভিনসেন্ট কম্পানি। ইংলিশ লিগের নতুন মৌসুম যখন আজ ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে ম্যানচেস্টার সিটি, সেই অধিনায়কই শুধু থাকবেন না তাঁর প্রবল ব্যক্তিত্ব নিয়ে।

পরিবর্তন বলতে এইটকুনই। নইলে তো ম্যানসিটি রয়ে গেছে সেই দুর্দান্ত দল। যারা আগের মৌসুমে লিভারপুলের প্রবল প্রতিরোধ পেরিয়ে জেতে শিরোপা। শেষ ১৪টি ম্যাচে টানা জয়ে ট্রফির উল্লাসে মাতে ৯৮ পয়েন্ট নিয়ে। তার আগের মৌসুমে সে অর্জন ১০০ পয়েন্টে। দুই মৌসুমেই লিগ ট্রফি প্রথম উঁচিয়ে তোলেন কম্পানি। সেই বেলজিয়ান দল ছাড়ার পর নতুন অধিনায়ক দাভিদ সিলভার অধীনে নতুন লিগ মৌসুম শুরু করবে আজ ম্যানসিটি।

‘দাভিদ সিলভা আমাদের অধিনায়ক। ফের্নান্দিনিয়ো, কেফিন, সের্হিয়োরাও থাকবে নেতৃত্বের গ্রুপে। দাভিদ এ ক্লাবে দশকজুড়ে রয়েছে। ক্লাবকে জানে, প্রিমিয়ার লিগকেও। আর ওর প্রতি সবার সম্মানও রয়েছে। ও ভালো অধিনায়কই হবে’— বলেছেন কোচ গার্দিওলা। বয়স হয়ে যাওয়ায় না হয় কম্পানি ছেড়েছেন দল। জার্মান তরুণ লেরয় সানেও ছিলেন সে পথে। তবে তাঁর বায়ার্ন মিউনিখে যাওয়াটা ভেস্তেই শুধু যায়নি, হাঁটুর ইনজুরির কারণে ছয় থেকে সাত মাস মাঠের বাইরেও থাকতে হবে। এটিকে বড় আঘাত মানছেন কোচ গার্দিওলা, ‘জানি না, কত দিন ও মাঠের বাইরে থাকবে। এ ধরনের ইনজুরি সেরে উঠতে ছয়-সাত মাসের মতো লাগে। সে হিসাবে ফেব্রুয়ারি-মার্চের আগে লেরয়কে পাওয়া যাবে না। আমাদের জন্য এটি ভয়ংকর বাজে খবর।’

তা সত্ত্বেও আজ ওয়েস্ট হামের বিপক্ষে জয় দিয়েই লিগ অভিযান শুরু করার কথা ম্যানসিটির। এ ম্যাচ জয়ে যেমন গার্দিওলার দল ফেভারিট, তেমনি ফেভারিট তো ইংলিশ লিগের হ্যাটট্রিক শিরোপা জয়েও। বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা