kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

লা লিগা নিয়ে জটিলতা

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলা লিগা নিয়ে জটিলতা

লা লিগার সময়সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে লিগ কর্তৃপক্ষ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এই নিয়ে মামলা গড়িয়েছে আদালতে। ফেডারেশন চাইছে শুক্রবার ও সোমবার রাতের খেলা না চালাতে। অথচ এবারের উদ্বোধনী ম্যাচটাই শুক্রবার রাতে! এই নিয়ে মামলা আদালতে গড়ালে বুধবার পর্যন্ত এই ব্যাপারে আদালত স্থগিতাদেশ জারি করেছেন। চার ঘণ্টার শুনানি শেষে আদালত এই আদেশ দেন। শুক্রবার পর্যন্ত তো বটেই, আদেশ আসতে আসতে সোমবারও হয়ে যেতে পারে। লিগের প্রথম ম্যাচের সূচি ১৬ আগস্ট। আদালতের আদেশে বদলে যেতে পারে সূচি। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা