kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

টপ অব দ্য ডে

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

এখন সুসময় সিমোনা হালেপের। কিছুদিন আগে জিতেছেন উইম্বলডন। বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের প্রস্তুতিটাও একেবারে মন্দ হচ্ছে না রোমানিয়ান তারকার। টরন্টোয় ডাব্লিউটিএ টুর্নামেন্টে এরই মধ্যে শেষ ষোলোয় নাম লিখিয়েছেন তিনি। জেনিফার ব্র্যাডির বিপক্ষে প্রথম সেট হেরেও ৪-৬, ৭-৫, ৭-৬ গেমের জয়ে শেষ হাসিটা হেসেছেন হালেপই।

মন্তব্যসাতদিনের সেরা