kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

৪ নম্বর মাঠে আর ক্রিকেট নয়

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : এই কিছুদিন আগেও আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের কয়েকটি ম্যাচ হয়েছে সেখানে। আর ঘরোয়া ক্রিকেট বিশেষ করে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রায় অর্ধেক ম্যাচই হয়ে থাকে বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে। যেখানে নিজেদের খরচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিছু স্থাপনাও গড়ে নিয়েছে। কিন্তু আসছে মৌসুম থেকে সেই মাঠ পাওয়া নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। ২০১৩ সালে শুরু পাঁচ বছর মেয়াদি চুক্তি শেষ হয়েছে ২০১৮-র ডিসেম্বরে। বিকেএসপি কর্তৃপক্ষ এখন আর সেই চুক্তির মেয়াদ বাড়াতে অনিচ্ছুক। পাশাপাশি দুই মাঠের একটি আর বিসিবিকে ব্যবহারও করতে দিতে চায় না তারা।

কাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠকের পর সেটি সংবাদমাধ্যমকে নিশ্চিতও করেছেন বিকেএসপির প্রধান কোচ মাসুদ হাসান, ‘বিকেএসপির জন্য একটি মেগা প্রজেক্ট আছে। একটি নারী কমপ্লেক্স তৈরি হবে। বিকেএসপি কর্তৃপক্ষ ৪ নম্বর মাঠটি নারী কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিসিবি এত দিন এই মাঠটির রক্ষণাবেক্ষণ করেছে। ওখানে প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগের খেলা হয়েছে। তবে মেয়েদের অনুশীলনের জন্য বড় প্রজেক্টটি আমরা ওখানেই করতে চাই।’ জানা গেছে, বিকেএসপির পক্ষ থেকে বিসিবিকে ৩ নম্বরের সঙ্গে ২ নম্বর মাঠটি ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেটিতে পানি নিষ্কাশনব্যবস্থা খারাপ হওয়ায় তা নিতে সম্মত নয় বিসিবি। তবে নিজেদের খরচে আরেকটি মাঠ করে নেওয়ার জন্য তারা বিকেএসপির কাছে জমি বরাদ্দ চাইবে বলেও জানা গেছে। কিন্তু জমি পাওয়া এবং সেটিকে ক্রিকেট উপযোগী করতেও সময় প্রয়োজন। একটি মাঠ কমে যাওয়াতে আসছে মৌসুমে যা মাঠের সংকটেও ফেলবে বিসিবিকে।

মন্তব্যসাতদিনের সেরা