kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

ভারতে চাকরি খুঁজছেন যোশী

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ সুনীল যোশী ভারতের স্পিন বোলিং কোচ পদে আবেদন করেছেন। সাবেক এই বাঁহাতি স্পিনার ভারতের হয়ে ১৫ টেস্টে ও ৬৯ ওয়ানডে খেলেছেন। তবে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতাটা সমৃদ্ধ, ১৬০ ম্যাচে নিয়েছেন ৬১৫ উইকেট। সঙ্গে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ থাকার অভিজ্ঞতাই সাহস জুগিয়েছে যোশীকে, ‘আমি বোলিং কোচ পদে আবেদন করেছি। বাংলাদেশ দলে আড়াই বছর কাজ করেছি। সব দলেই স্পিন বোলিং ও পেস বোলিংয়ের আলাদা কোচ আছে। ভারতীয় দলেরও এমন একজন দরকার।’ এনডিটিভি

মন্তব্যসাতদিনের সেরা