kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

শীর্ষে ফেরার পথে স্মিথ

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশীর্ষে ফেরার পথে স্মিথ

এজবাস্টনে জোড়া সেঞ্চুরিতে র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ৩-এ উঠে এসেছেন স্টিভেন স্মিথ। শীর্ষে থাকা বিরাট কোহলি এবং দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনের সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান। কোহলি ৯২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন, ৯১৩ পয়েন্ট উইলিয়ামসনের। ৮৫৭ পয়েন্ট নিয়ে অ্যাশেজ শুরু করে স্মিথ এক ম্যাচেই পয়েন্ট নিয়ে গেছেন ৯০৩-এ। তাতে তাঁর শীর্ষে ফেরার সম্ভাবনাও বেড়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছেন নাথান লায়নও। ১৩তম স্থানে এখন এই অজি স্পিনার। ৭ উইকেট নিয়ে ফাস্ট বোলার জেমস প্যাটিনসন শীর্ষস্থান ধরেই রাখেননি শুধু, ক্যারিয়ার সেরা ৮৯৮ পয়েন্ট এখন তাঁর। গত ৫০ বছরে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ। গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নই শুধু এর চেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছিলেন টেস্টে। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রোরি বার্নস ২৫ ধাপ এগিয়ে ৮১তম স্থানে, এটাই তাঁর ক্যারিয়ার সেরা। আইসিসি

মন্তব্যসাতদিনের সেরা