kalerkantho

বৃহস্পতিবার । ১ শ্রাবণ ১৪২৭। ১৬ জুলাই ২০২০। ২৪ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

টেস্টে স্টেইনের অবসর

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি ডেল স্টেইন সাদা পোশাকের ক্রিকেটকে অবশেষে বিদায় বললেন। ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নেওয়া এই ফাস্ট বোলারকে এখন শুধু সীমিত ওভারের ক্রিকেটেই দেখা যাবে। কাল অবসর ঘোষণায় তাঁর টেস্ট প্রেম এবং তা থেকে বিচ্ছেদের কারণ হিসেবে জানিয়েছেন স্টেইন, ‘সবচেয়ে ভালোবাসি এই টেস্ট। শারীরিক, মানসিক, ক্রিকেটীয় সব কিছুর বড় পরীক্ষাও এই টেস্ট। আবার কোনো টেস্ট খেলা হবে না ভাবতেই কষ্ট হচ্ছে। তবে তার চেয়ে কঠিন ভাবা যে আর আমি খেলতেই পারব না। নিজের সেই খেলোয়াড়ি সময়টাকে আরেকটু দীর্ঘ করতেই তাই লম্বা সময়ের ক্রিকেটকে বিদায় বলতেই হচ্ছে। এখন আমি কিছুদিন শুধু সীমিত ওভারের ক্রিকেটেই মনোযোগ দেব।’ গত বিশ্বকাপ স্কোয়াডে শুরুতে থাকলেও পরে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে স্টেইনকে চোটের কারণে। এ বছরের শুরুতেই শন পোলককে টপকে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন ৩৬ বছর বয়সী এই ফাস্ট বোলার। ১২৫ ওয়ানডেতে ১৯৬ উইকেট তাঁর। ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা