kalerkantho

রবিবার । ১১ ফাল্গুন ১৪২৬ । ২৪ ফেব্রুয়ারি ২০২০। ২৯ জমাদিউস সানি ১৪৪১

গম্ভীরকে পাল্টা

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅভিষেকে ম্যাচসেরা হওয়ার পর নবদীপ সাইনিকে প্রশংসায় ভাসিয়েছিলেন গৌতম গম্ভীর। পাশাপাশি একহাত নিয়েছিলেন সাবেক ক্রিকেটার বিষেণ সিং বেদী ও চেতন চৌহানকে। বিশ্বকাপজয়ী বিজেপির এই সংসদ সদস্যের দাবি ছিল, দিল্লির রঞ্জি দলে বেদী-চৌহান নিতে চাননি সাইনিকে। অভিযোগটা মানছেন না দুজনের কেউ। বেদী পাল্টাআক্রমণই করলেন গম্ভীরকে, ‘আমি কখনো নবদীপকে নিয়ে নেতিবাচক কিছু বলিনি। আমার বিশ্বাস যদি কেউ কিছু করে এর কৃতিত্ব কোনো টম, ডিক, হ্যারির নয় (গম্ভীরের নয়)। আমায় দোষ দিয়ে কী হবে? তখন দিল্লির ক্রিকেট বোর্ডের কোনো পদে ছিলাম না। আর গম্ভীর তো দেখছি সাংসদ হয়েও ভদ্রতা শেখেনি।’ চেতন চৌহানও একহাত নিয়েছেন গৌতম গম্ভীরকে। সাইনিকে দলে না নিতে বিরোধিতা না করার কথাই জানালেন তিনি, ‘ও ভারতের খেলোয়াড়। আমি কেন দলে নিতে বিরোধিতা করব? তা ছাড়া তখন নিয়মটা ছিল অন্য রাজ্যের কেউ এক বছরের আগে দিল্লির হয়ে খেলতে পারবে না। আমি নিয়ম স্মরণ করিয়ে দিয়ে কী এমন দোষ করেছি।’ পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা