kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

সাইনিতে বোল্ড বেদী-চৌহান!

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাইনিতে বোল্ড বেদী-চৌহান!

জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এর পরও ভোগেননি স্নায়ুর চাপে। বরং প্রথম ওভারেই নবদীপ সাইনির শিকার দুই উইকেট। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারা এই পেসার প্রথম ওভারে ফেরান ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও শিমরন হেটমায়ারকে। ম্যাচে ১৭ রান দিয়ে ৩ উইকেট তাঁর। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়রা করে মাত্র ৯৫। ৪ উইকেটের জয়ে ম্যাচ সেরা সাইনি।

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক খেলায় ম্যাচ সেরা হওয়া সাইনির কীর্তি নিয়ে বেশি খুশি ভারতীয় সাবেক ওপেনার গৌতম গম্ভীর। তিনি আক্রমণ করে বসলেন বিষেণ সিং বেদী ও চেতন চৌহানের মতো সাবেক দুই তারকাকে, ‘অসাধারণ সাইনি। তুমি বল করার আগেই দুটি উইকেট তুলে নিয়েছ—বিষেণ সিং বেদী ও চেতন চৌহানের! তাদের মিডল স্টাম্প উড়ে গেছে।’ ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা