kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

ম্যানইউতে মানজুকিচ বার্সায় ফিরপো

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্রাংকি ডি ইয়ং, আন্তোয়ান গ্রিয়েজমান, নেতোর পর এই মৌসুমে বার্সেলোনায় এলেন জুনিয়র ফিরপো। ২২ বছর বয়সী এই লেফট ব্যাককে ১৮ মিলিয়ন ইউরোয় রিয়াল বেতিস থেকে গতকাল দলে ভিড়িয়েছে কাতালানরা। সঙ্গে বোনাস মিলিয়ে ট্রান্সফারের অঙ্কটা বাড়ে ৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত। অথচ পাঁচ বছরের চুক্তিতে বার্সায় আসা ফিরপোর রিলিজ ক্লজ ২০০ মিলিয়ন ইউরো!

জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসা অনেকটা নিশ্চিত মারিও মানজুকিচের। ক্রোয়েশিয়ান এই ফরোয়ার্ড বছরে বেতন পাবেন ৬.২ মিলিয়ন পাউন্ড। জুভেন্টাসে তাঁর বেতনের চেয়ে অঙ্কটা ৩৫ শতাংশ বেশি। রোমেলু লুকাকুকে নিয়ে পাউলো দিবালার সঙ্গে মানজুকিচকে জুড়ে দিতে চলেছে জুভেন্টাস। দিবালা শেষ পর্যন্ত না এলে মানজুকিচের জন্য ম্যানইউর খরচ হতে পারে ১৫ মিলিয়ন পাউন্ড। এদিকে জুভেন্টাস ছেড়ে দিয়েছেন উদীয়মান ফরোয়ার্ড মোয়েজ কিনকে। ২৫ মিলিয়ন পাউন্ডে ইংলিশ ক্লাব এভারটনে যোগ দিয়েছেন তিনি। গোলডটকম

মন্তব্যসাতদিনের সেরা