kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

ফ্লপ অব দ্য ডে

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

নিক কিরগিওসের বিপক্ষে ২-১ সেটে হেরে ওয়াশিংটন ওপেনে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন স্তেফানোস সিতসিপাস। শুরুটা খারাপ হলেও দ্বিতীয় সেট জিতে ১-১-এ সমতাও ফেরান তিনি। কিন্তু টাইব্রেকারে শেষ সেটটি হেরে বসেন। এ হারের পরও আজ প্রকাশিতব্য এটিপির বিশ্ব র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচে উঠে আসবেন গ্রিসের এই খেলোয়াড়।

মন্তব্যসাতদিনের সেরা