kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

আসছে শ্রীলঙ্কার উদীয়মান দল

৪ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের আশপাশে কড়া নাড়া ক্রিকেটারদের কাটছে ব্যস্ত সময়। বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছে বিসিবি একাদশ। অন্যদিকে বাংলাদেশে দুটি চার দিনের ম্যাচ ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলে গেল আফগানিস্তান ‘এ’ দল। তাদের বিপক্ষে ফলটা ভালো ছিল না স্বাগতিকদের। আফগানরা যেতে না যেতেই চলে আসছে শ্রীলঙ্কার উদীয়মান বা হাই পারফরম্যান্স দল। শ্রীলঙ্কার উদীয়মান দল বাংলাদেশে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ১৯ ও ২১ আগস্ট বিকেএসপিতে দুটি ওয়ানডে খেলার পর  খুলনায় একটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলা হবে। এরপর কক্সবাজারে দ্বিতীয় চার দিনের ম্যাচ।

মন্তব্যসাতদিনের সেরা