kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

মেসি নন কোহলির সেরা রোনালদো

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেমেসি নন কোহলির সেরা রোনালদো

কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? কেউ সর্বকালের সেরার স্বীকৃতিই দেন মেসিকে, কারো পছন্দ আবার পর্তুগিজ যুবরাজকে। মেসি-রোনালদো দুজনেরই ব্যালন ডি’অর সমান পাঁচটি। তবে রোনালদো ইংলিশ লিগ, লা লিগা ও সিরি ‘এ’ জিতলেও মেসির আছে শুধু লা লিগা (অন্য লিগে খেলেননি কখনো)। দেশের হয়ে অর্জনের খাতাটিও শূন্য মেসির। রোনালদোর আছে ইউরো ও উয়েফা নেশনস লিগ। আর্জেন্টিনার হয়ে সেখানে বারবার ফাইনালে হতাশায় ভোগা সঙ্গী মেসির। এ জন্যই সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি বেশি সফল ও পরিপূর্ণ বলছেন রোনালদোকে।

ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে এফসি গোয়ার যৌথ মালিক কোহলি। ফুটবল নিয়ে স্বপ্ন দেখা ভারতীয় ক্রিকেট অধিনায়কের নেওয়া বিশেষ সাক্ষাৎকারে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানতে চেয়েছিল মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে। সেখানে রোনালদোকেই বেছে নিয়েছেন তিনি, ‘আমার মতে, রোনালদো বেশি চ্যালেঞ্জ নিয়েছে। সফলও হয়েছে সবগুলোতে। সে-ই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। ও কী পরিমাণ পরিশ্রম করে, দেখেছি আমি। এর তুলনা হয় না। অন্যদের জন্য প্রেরণা রোনালদো। ওর মধ্যে নেতার সত্তাটাও আমার ভালো লাগে। রোনালদোর আত্মবিশ্বাসও অবিশ্বাস্য পর্যায়ের।’

রোনালদোর মতো কোহলিও বিশ্বাসী কঠোর পরিশ্রম আর ফিটনেসে। মাঠে তেতে থাকেন সব সময়। করেন বুনো উল্লাস। তুলনায় মেসি সব সময় শান্ত। এ জন্যই হয়তো রোনালদো বেশি প্রিয় কোহলির, ‘আমার কাছে ক্রিস্তিয়ানো বাকি সবার থেকে ওপরে। সাফল্যের জন্য ও কতটা পাগল, বোঝা যায় প্রতিটি ম্যাচেই।’ রোনালদোকে বেশি পছন্দ হলেও মেসির খেলা ভালো লাগে কোহলির। সেই সঙ্গে নিজের ভালোলাগা আরো কয়েকজন ফুটবলারের নাম জানালেন তিনি, “১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপ দুটো ভীষণ উপভোগ করেছি। ব্রাজিলের খেলা ছিল দুর্দান্ত। রোনালদো ‘দ্য ফেনোমেনন’-এর স্কিলে মুগ্ধ ছিলাম। সর্বকালের অন্যতম সেরা তিনি। এ ছাড়া আমার ভালো লাগে রোনালদিনহো, অলিভার কান, লুকা মডরিক, আন্দ্রেস ইনিয়েস্তা আর লিওনেল মেসিকে। ভারতের বাইরে পছন্দ করি পর্তুগালের ফুটবল। রোনালদোর জন্য এখন ভক্ত জুভেন্টাসেরও।”

রোনালদোর বয়স ৩৪ আর মেসির ৩২ বছর। এ দুজনের পর ফুটবলের শ্রেষ্ঠত্ব ডি ব্রুইন, এডেন হ্যাজার্ড, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, পল পগবা নাকি মো সালাহর হবে? কোহলি বেছে নিলেন এমবাপ্পেকে, ‘আমার চোখে এমবাপ্পে অসাধারণ। আর্জেন্টিনা ম্যাচে (বিশ্বকাপে) ও বলটা যে গতিতে নিয়ে বেরিয়ে গিয়েছিল, ভোলা কঠিন। ও একটা দানব! অবশ্যই কোনো একদিন সেরাদের সেরা হবে ও।’ ফিফা

মন্তব্যসাতদিনের সেরা