kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

টিকিট নেই, ইংল্যান্ডেই কোহলিরা

১৩ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিকিট নেই, ইংল্যান্ডেই কোহলিরা

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। তবে বিশ্বকাপই ছাড়ছে না বিরাট কোহলিদের! সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হারার পর এখনো ব্যাগপত্র গুটিয়ে ইংল্যান্ড ছাড়তে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। কারণ ভারতীয় দলের লজিস্টিক টিম সময়মতো ফেরার বিমান টিকিটের ব্যবস্থা করতে পারেনি। এর মধ্যে টিম হোটেল ছেড়ে দিলেও তাই ম্যানচেস্টার ছাড়া হয়নি কারো। আগামীকাল লর্ডসে ফাইনালের পর ব্যবস্থা করা গেছে ফেরার টিকিট। ছোট ছোট দলে ভাগ হয়ে খেলোয়াড় ও কর্তারা তখন ফিরতে পারবেন দেশে। কেউ কেউ চাইলে আরো কিছুদিন পরও আসতে পারেন। কারণ বিসিসিআই এরই মধ্যে ১৫ দিনের ছুটি দিয়েছে ক্রিকেটারদের। মহেন্দ্র সিং ধোনি অবশ্য ফিরে আসছেন দেশে। আর দেশে ফিরেই জানাবেন অবসর নেবেন নাকি খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা। পিটিআই

মন্তব্য