kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

ফাইনালেও ধর্মসেনা

১৩ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফাইনালেও ধর্মসেনা

এজবাস্টনের সেমিফাইনালে সমালোচিতই হয়েছিলেন কুমার ধর্মসেনা। ২০তম ওভারে প্যাট কামিন্সের বল গ্লাভসে না লাগলেও জেসন রয়কে আউট দেন তিনি। রয় চান রিভিউ। ধর্মসেনাও দেন রিভিউয়ের ইঙ্গিত। কিন্তু জনি বেয়ারস্টোর নেওয়া রিভিউ নষ্ট হওয়ায় ইংল্যান্ডের আর সে সুযোগ ছিল না। অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ধরিয়ে দেন ভুলটা। রয়ও আম্পায়ারের সঙ্গে তর্ক করে ছাড়তে চাননি মাঠ। এ জন্য জরিমানা গুনতে হয় রয়কে। বিতর্কিত এমন সিদ্ধান্ত দেওয়া সেই কুমার ধর্মসেনা মাঠের আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালেও। গতকাল ধর্মসেনার সঙ্গে ফাইনালের অপর আম্পায়ার হিসেবে আইসিসি ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাসের নাম। এই দুজন ছিলেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনালেও। ফাইনালে থার্ড আম্পায়ারের দায়িত্ব থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার আর ফোর্থ অফিশিয়াল আলিম দার। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। আইসিসি

মন্তব্যসাতদিনের সেরা