kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

কথার খেলা

১৩ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকথার খেলা

আমরা জানি কী হতে যাচ্ছে। চাপটা আমাদের ওপরই থাকবে। আমাদের ফাইনালটা উপভোগ করতে হবে। খেলাটা হচ্ছে হোম অব ক্রিকেটে। এর চাইতে ভালো জায়গা আর কোনটা হতে পারে!

নিউজিল্যান্ড ব্যাটসম্যান

রস টেলর

 

একের পর এক উইকেট পড়ার সময়ও স্মিথ দারুণ ব্যাটিং করে গেছে। ওই অবস্থায় ভালো ব্যাটিং করা মোটেও সহজ কাজ নয়।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি

শেন ওয়ার্ন

 

এখনো আমি উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নই। অবশ্যই এটি সবার জন্য রোমাঞ্চকর সময়; আমাদের জন্যও। ফাইনালে খেলা দারুণ ব্যাপার। সেখানে ট্রফি জয়ের জন্য সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টাই করব আমরা।

ইংল্যান্ডের অধিনায়ক

এউইন মরগান

 

একটু ১২ মাস পেছনে ফিরে যান। আমার তো মনে হয় আমরা ছাড়া বাইরের কেউই আমাদের সেমিফাইনালে ওঠার কোনো সম্ভাবনা দেখেনি।

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক

অ্যালেক্স ক্যারি

 

অবশ্যই প্রথম ১০ ওভারে শেষ হয়ে গিয়েছি আমরা। ওদের বোলিং ধাক্কাটা দেওয়ার পর আমরা ইনিংস পুনর্গঠনের কথা ভাবতে বাধ্য হই।

অস্ট্রেলিয়ার অধিনায়ক

অ্যারন ফিঞ্চ

 

রবিবারের পর বলতে পারব অ্যাশেজের দলে ডাক পাওয়া নিয়ে। এখন সব মনোযোগ ফাইনাল জেতা নিয়ে।

ইংল্যান্ডের পেসার

জোফ্রা আর্চার

মন্তব্যসাতদিনের সেরা