kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

যোশীর ব্যাপারে সিদ্ধান্ত হয়নি

১০ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : হেড কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্পর্কচ্ছেদ করলেও জাতীয় দলের সিংহভাগ কোচিং স্টাফের ক্ষেত্রেই ব্যাপারটি তা নয়। যেমন ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ফিজিও তিহান চন্দ্রমোহন এবং স্পিন বোলিং কোচ সুনীল যোশীর সঙ্গে চুক্তিই ছিল এ বিশ্বকাপ পর্যন্ত। এঁদের সঙ্গে চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। ওয়ালশ আর তিহানের ক্ষেত্রে তা কার্যকর হলেও যোশীর সঙ্গে সম্পর্ক এখনো চুকিয়ে ফেলেননি বলেই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

 

গতকাল তিনি বলেছেন, ‘দু-একজন কোচের সঙ্গে আমাদের বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল। আমরা সেগুলো নবায়ন করছি না। কোর্টনি ওয়ালশ আর ফিজিওকে আমরা আর রাখছি না।’ তবে স্পিন কোচ যোশীর ক্ষেত্রে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে বিসিবি পৌঁছায়নি বলেও নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী, ‘স্পিন বোলিং কোচের সঙ্গে কথা হচ্ছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিইনি। ফিল্ডিং কোচের (রায়ান কুক) ব্যাপারেও একই কথা।’

মন্তব্যসাতদিনের সেরা