kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

কথার খেলা

১০ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকথার খেলা

গত বিশ্বকাপে ফাইনালে স্টার্ককে মারার পরিকল্পনা নিয়ে নেমেছিল নিউজিল্যান্ড। উল্টো স্টার্কের কাছেই হেরে বসে ওরা। স্টার্ক আমাদের ট্রাম্প কার্ড। বড় ম্যাচে ভালো করতে মুখিয়ে ও।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক

স্টিভ ওয়াহ

 

খালি পায়ে হাঁটার মুহূর্ত ছিল মাটির স্পর্শ নেওয়ার, আক্ষরিক অর্থেই। আর ওই যে মাঠের চারপাশে হাঁটলাম, বিভিন্ন ফিল্ডিং পজিশন দিয়ে গেলাম, পুরো মাঠের ছবিটা গেঁথে নিলাম সেমিফাইনালের আগে—সবই আমাদের সাহায্য করেছে।

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান

পিটার হ্যান্ডসকম্ব

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললে ভয়ের অনেক কিছু থাকে। তবে আমার মনে হয়, গত চার বছরে আমাদের এই দলটা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে খেলেছে, তাতে ওদের অভিজ্ঞতা ভীষণ ইতিবাচক।

ইংল্যান্ডের ব্যাটসম্যান

জো রুট

 

আমি আরো বেশি করে অবদান রাখতে চেয়েছি; কিন্তু পারিনি। এটাই জীবন। মানুষ তাঁর ভুল থেকে শেখে, আমিও শিখব।

পাকিস্তানি ব্যাটসম্যান

ইমাম-উল হক

 

এই দলটি ভিন্ন জাতের খেলোয়াড়দের নিয়ে গড়া। গত চার বছর আমরা দুর্দান্ত খেলেছি। আমরা র‍্যাংকিংয়ে ১ নম্বর দল এবং ভালো অবস্থানে আছি। নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি।

ইংল্যান্ডের পেসার

লিয়াম প্লাংকেট

 

এই দলে ভীষণ গুরুত্বপূর্ণ জেসন রয়। শুরুতে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় ও। বেয়ারস্টো দুটি সেঞ্চুরি করেছে রয় চোট কাটিয়ে ফেরার পরই।

ইংলিশ বোলিং কোচ

অ্যাডাম গ্রিফিথ

মন্তব্যসাতদিনের সেরা