kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে

৭ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক : আগামী বছর বাংলাদেশে হবে চ্যাম্পিয়নস ট্রফি হকি। কুয়ালালামপুরে এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় গতকাল এই সিদ্ধান্ত হয়েছে।

 

বাংলাদেশ হকি ফেডারেশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ প্রথম সফরে এশিয়ান হকি ফেডারেশনের কাছে প্রস্তাব দিয়েছিলেন দুটি টুর্নামেন্ট আয়োজনের। চ্যাম্পিয়নস ট্রফি ও জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ হকি ফেডারেশনের আগ্রহের ব্যাপারে গতকাল নির্বাহী কমিটির সভায় আলোচনা হয়েছে। এই সভায় নির্বাহী কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকির দুই সহসভাপতি রশিদ সিকদার ও সাজেদ আদেল। সভা শেষে তাঁরাই জানিয়েছেন বাংলাদেশে দুটি টুর্নামেন্ট আয়োজনে এশিয়ান হকি ফেডারেশনের সম্মতির কথা। আগামী বছর হবে টুর্নামেন্ট দুটি, তার আগে আগামী আগস্টে এশিয়ান হকি ফেডারেশন ও বাংলাদেশ হকি ফেডারেশন এ ব্যাপারে সমঝোতা স্মারক চুক্তি সই করবে।

তবে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে একটু ধোঁয়াশা আছে। কারণ এর আগে এই টুর্নামেন্ট বিলুপ্ত করার ঘোষণা দিয়েছিল এশিয়ান হকি। সেটি আবার করার ঘোষণা দেওয়ায় এই টুর্নামেন্টে কারা খেলবে, সেটা নিশ্চিত নয়।

মন্তব্য