kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

কথার খেলা

১৩ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে



কথার খেলা

রিজার্ভ ডে রাখলে টুর্নামেন্টটা দীর্ঘ হতো। দৈর্ঘ্য বাড়লে অনেক দিকেই এর প্রভাব পড়বে—যেমন পিচ প্রস্তুত করা, দলগুলোর যাত্রার সময়সূচি ও বিশ্রামের রুটিন, থাকার জায়গা, অফিশিয়াল ও ভলান্টিয়ার পাওয়া ইত্যাদি।

আইসিসির প্রধান নির্বাহী

ডেভ রিচার্ডসন

 

রাতে বাসায় ফেরার পর কয়েকটা ওভার খেলা দেখি টিভিতে। তবে চেষ্টা করি যতটা সম্ভব বিশ্বকাপ থেকে দূরে থাকতে। কারণ যত বেশি দেখবেন, টুর্নামেন্টটা মিস করবেন তত বেশি। এ জন্য এড়িয়ে যাই যতটা সম্ভব।

অস্ট্রেলিয়ান পেসার

জস হ্যাজেলউড

 

ধাওয়ান বাঁহাতি। ওর বিপক্ষে বোলিংয়ের বিশেষ পরিকল্পনা ছিল আমার। ভারতীয় অন্য ব্যাটসম্যানরাও দুর্দান্ত। আমরা রান আটকাতে প্রচুর ডট বল করতে চাই।

নিউজিল্যান্ড পেসার

লকি ফার্গুসন

 

ম্যাচটি উপভোগ্য হবে কোনো সন্দেহ নেই। আমরা তা-ই চাই। আমি নিশ্চিত জোফরা মুখিয়ে আছে এই ম্যাচটির জন্য, তবে আমরাও তৈরি।

ওয়েস্ট ইন্ডিজ কোচ

ফ্লয়েড রেইফার

 

আমি বলব এটি আগুনের সঙ্গে আগুনের লড়াই হবে। নিশ্চিত কেউ কাউকে ছাড় দেবে না। ব্যাটসম্যানদের নিঃশ্বাস ফেলার কোনো সুযোগই থাকবে না, যদি দুই প্রান্ত থেকেই পেসাররা বল করতে থাকে।

ইংলিশ পেসার

মার্ক উড

 

আফ্রিদি আমাকে ঘর থেকে চলে যেতে বলেছিল। কিছুক্ষণ পর আমি শুনলাম থাপ্পড়ের শব্দ (আফ্রিদি মেরেছিল আমিরকে)। এরপর ম্যাচ ফিক্সিংয়ের কথা স্বীকার করাটা আমির জানায় আমাকে।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার

আব্দুল রাজ্জাক

মন্তব্য



সাতদিনের সেরা