kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

দেশে ফিরছেন মালিঙ্গা

১২ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরে যাচ্ছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার এই পেসারের শাশুড়ি মারা গেছেন শ্রীলঙ্কায়, বৃহস্পতিবার হবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। কলম্বোয় শাশুড়ির শেষকৃত্যে যোগ দিতে কালই দেশে ফিরে গেছেন মালিঙ্গা। তবে আশা করা হচ্ছে, ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই ইংল্যান্ডে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন এই পেসার। মালিঙ্গা ফিরেছেন দেশে, নুয়ান প্রদীপও চোটগ্রস্ত। এমন অবস্থায় ১৫ জুনের আগে মালিঙ্গার যদি ফেরা না হয়, তাহলে কাসুন রাজিথাকে প্রস্তুত রাখছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা