kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

ডি ভিলিয়ার্স বিতর্ক নিয়ে দু প্লেসিস

১২ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাজে ফর্মের মধ্যে আবার বিতর্কেও জড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স শেষ সময়ে দলে ফিরতে চেয়েছিলেন, এমন খবরে টিম ম্যানেজমেন্ট নিয়েই প্রশ্ন উঠে গেছে। তার সঙ্গে বাজে ফর্ম মেলালে সমালোচনাই শুধু বাড়ে। তবে বর্তমান অধিনায়ক ফাফ দু প্লেসিস মনে করছেন ডি ভিলিয়ার্স বিতর্ক খেলোয়াড়দের উল্টো মনোযোগী করবে নিজেদের পারফরম্যান্সে, ‘এই ঘটনা দলের ওপর খুব বড় প্রভাব ফেলবে না। খবর যেভাবে এসেছিল সেভাবে আবার চলেও গেছে। যদি কোনো প্রভাব থেকে থাকে সেটা ইতিবাচক। এই ধরনের কিছু স্কোয়াডের প্রত্যেককে নিশ্চিতভাবে আবার মনে করে দিয়ে গেছে কার কী দায়িত্ব, কী লক্ষ্যে আমরা খেলছি।’

ডি ভিলিয়ার্সের ফিরতে চাওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছেন দু প্লেসিস, “বিশ্বকাপের আগে আগে আইপিএলের সময়ে আমি ওর ফোন পাই, ফেরার ইচ্ছার কথা জানতে পারি। তখনই আমি ওকে বলেছিলাম যে, ‘আমার মনে হয় দেরি হয়ে গেছে।’ ক্রিকইনফো

মন্তব্য