kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

টপ অব দ্য ডে

১২ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

রক্ষণ সামলানোই কাজ তাঁর। সেটা করছেনও সের্হিয়ো রামোস। পাশাপাশি করে চলেছেন গোলও। গত পরশু ইউরো বাছাই পর্বে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে পেনাল্টি থেকে এক গোল রামোসের। স্পেনের এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে সব শেষ আট ম্যাচে লক্ষ্য ভেদ করলেন সাতবার! জাতীয় দলের হয়ে এটা তাঁর ২০তম গোল।

মন্তব্য