kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

কথার খেলা

১২ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকথার খেলা

শিখর ধাওয়ান বাদ পড়লে অবশ্যই পান্টকে নেওয়া উচিত। তবে খেলার সম্ভাবনা থাকলে ৩০ জুন পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে ধাওয়ানের জন্য। ব্যথা নিয়েও দেশের জন্য খেলে গেছে ও।

ভারতীয় কিংবদন্তি

সুনীল গাভাস্কার

 

যদি শিখর ধাওয়ান খেলতে না পারে তাহলে পান্ট। লোকেশ রাহুল ওপেন করবে আর পান্ট চারে খেলবে।

ইংলিশ সাবেক অধিনায়ক

কেভিন পিটারসেন

 

এই ঘটনা দলের ওপর খুব বড় প্রভাব ফেলবে না। খবর যেভাবে এসেছিল সেভাবে আবার চলেও গেছে। যদি কোনো প্রভাব থেকে থাকে সেটা ইতিবাচক।

দক্ষিণ আফ্রিকান অধিনায়ক

ফাফ দু প্লেসিস

 

তারা যদি আমাকে খেলাতে না চায় তাহলে আমি ক্রিকেটই ছেড়ে দেব। আমাকে ২০১৫ বিশ্বকাপ থেকেও বাদ দেওয়া হয়েছিল, এবারও তাই।

আফগানিস্তান ক্রিকেটার

মোহাম্মদ শেহজাদ

 

ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজ অতিরিক্ত বাউন্স আদায় করেছে। আমিও সেটা চাইব। ভারতের টপ অর্ডারদের ফেরাতে কিছু রান খরচা করতে হবে, আর কাজে লাগাতে হবে হাফ চান্সগুলো।

নিউজিল্যান্ড পেসার

লকি ফার্গুসন

 

সেমিফাইনাল নিয়ে এখনই কথা বলাটা কঠিন। আমরা মাত্র শুরু করলাম। দুই ম্যাচ শেষে সেটা বলা যায়ও না।

ভারতীয় অধিনায়ক

বিরাট কোহলি

 

মন্তব্যসাতদিনের সেরা