kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

শিল্পী ধোনি

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিল্পী ধোনি

শৈশবে ছবি আঁকতে পছন্দ করতেন মহেন্দ্র সিং ধোনি। তবে হয়ে গেছেন ক্রিকেটার। ২০০৭ টি-টোয়েন্টি আর ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতিয়ে ভারতীয় কিংবদন্তি তিনি। বিশ্বকাপ শেষে ক্রিকেট থেকে অবসরের পর আবারও ছবি আঁকায় মন দিতে চান ধোনি। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন পেশাদার চিত্রকর হওয়ার ইচ্ছা। চলছে তাঁর আঁকা ছবির প্রথম প্রদর্শনীর কাজও। ভিডিওতে ধোনি জানিয়েছেন, ‘ছোটবেলা থেকে চেয়েছিলাম শিল্পী হতে। অনেক ক্রিকেট খেলেছি। সিদ্ধান্ত নিয়েছি, যা চেয়েছিলাম সেটা করার সময় হয়ে গেছে। ছবিও এঁকেছি কয়েকটা।’ নিজের আঁকা তিনটি ছবি ভিডিওতে দেখিয়েছেন ধোনি। পাশাপাশি যাঁরা ছবি আঁকায় দক্ষ, পরামর্শও চেয়েছেন তাঁদের। পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা