kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

মেয়েকে হাসপাতালে রেখে সেঞ্চুরি

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেয়েকে হাসপাতালে রেখে সেঞ্চুরি

দেড় মাসের ছোট্ট মেয়ে এভারিলকে নিয়ে রাত ১.৩০ মিনিটে যান হাসপাতালে। বাড়ি ফিরতে ফিরতে সকাল ৮.৩০ মিনিট। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জেসন রয় যোগ দেন সতীর্থদের সঙ্গে। এরপর মাঠে নেমে সেঞ্চুরি! স্বাভাবিকভাবে আবেগী হয়ে পড়েছিলেন জেসন রয়। তাঁর ৮৯ বলে ১১৪ রানে পাকিস্তানের বিপক্ষে ৩৪০ তাড়া করে জিতেছে ইংল্যান্ড। নিশ্চিত হয়েছে সিরিজও। এরপর ম্যাচ সেরার পুরস্কার হাতে আবেগী জেসন রয়, ‘আমার জন্য সকালটা একদম সহজ ছিল না। এই সেঞ্চুরি আমার ও পরিবারের জন্য বিশেষ বলতে পারেন। আমার ছোট্ট মেয়ে অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে। সারা রাত ছিলাম হাসপাতালে। আমার জীবনের সেরা ইনিংসের একটিও হয়তো এটা নয়। এর পরও এটা সত্যি, তিন অঙ্ক ছোঁয়ার মুহূর্তটা আমার জন্য বিশেষ ছিল। আমি ভাবিইনি এমন কিছু করতে পারব।’ বিবিসি

মন্তব্য