kalerkantho

সোমবার। ১৫ জুলাই ২০১৯। ৩১ আষাঢ় ১৪২৬। ১১ জিলকদ ১৪৪০

অবশেষে আমির

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে আমির

বিশ্বকাপ দলে জায়গা হয়নি। শেষ সুযোগ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারতেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সেখানেও চিকেন পক্সের জন্য খেলা হচ্ছে না মোহাম্মদ আমিরের। এর পরও তারকা এই বোলারকে নেওয়া হচ্ছে বিশ্বকাপের মূল ১৫ সদস্যের দলে। পাকিস্তানের বিপক্ষে দুই ওয়ানডেতে ইংল্যান্ড করেছে ৩৫০-এর বেশি রান। আমিরকে দলে নেওয়ার দাবি জোরালো হয় তাতে। পাকিস্তানি একাধিক শীর্ষস্থানীয় দৈনিক জানিয়েছে, ২৩ মে বিশ্বকাপ দলে পরিবর্তন আনার শেষ সময়ের আগেই ঘোষণা দেওয়া হবে আমিরের নাম। সেই সঙ্গে ফিরবেন ত্রিদেশীয় সিরিজে দারুণ ব্যাট করা আসিফ আলী। এই দুজনের জন্য কপাল পুড়তে যাচ্ছে ওপেনার আবিদ আলী ও অলরাউন্ডার ফাহিম আশরাফের। অভিষেকে ওয়ানডে সেঞ্চুরি করা আবিদ আলী ইংল্যান্ডের সফরের কোনো ম্যাচে সুযোগই পাননি এখনো। আর ফাহিম আশরাফ মেলে ধরতে পারেননি নিজেকে। দ্য ডন

মন্তব্য