kalerkantho

রবিবার । ১৬ ফেব্রুয়ারি ২০২০। ৩ ফাল্গুন ১৪২৬। ২১ জমাদিউস সানি ১৪৪১

চট্টগ্রাম ও খুলনা জিতেছে

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে চট্টগ্রাম ও খুলনা। কাল নাটোর ভেন্যুর খেলায় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে হওয়া ম্যাচে চট্টগ্রাম ২-০ গোলে হারিয়েছে ময়মনসিংহ জেলাকে। ম্যাচের ২০ ও ৩৪ মিনিটে চট্টগ্রামের হয়ে জোড়া গোল করেছেন ইব্রাহিম। টুর্নামেন্টে দুই খেলায় চট্টগ্রামের পয়েন্ট ৪। ময়মনসিংহের দুই খেলায় পয়েন্ট ৩। গ্রুপের অন্য দুই দলের মধ্যে রাজশাহীর পয়েন্ট ৪, সিলেট এখনো কোনো পয়েন্ট পায়নি। টুর্নামেন্টে নড়াইল ভেন্যুর খেলায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে খুলনা ১-০ গোলে হারিয়েছে রংপুরকে। ম্যাচের ৩৫ মিনিটে একমাত্র গোলটি করেছেন মারুফ।

মন্তব্যসাতদিনের সেরা