kalerkantho

ফ্লপ অব দ্য ডে

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

ফর্মটা একেবারে খারাপ ছিল না তাঁর। এবারের আইপিএলে আগে খেলা সব ম্যাচে দুই অঙ্কের স্কোর ছিল রোহিত শর্মার। রাজস্থানের বিপক্ষে ঘটল এর ব্যতিক্রম। এবারের আসরে প্রথমবার এক অঙ্কের স্কোরে আউট মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ফেরেন ৫ রানে। রাজস্থানের কাছে ম্যাচটাও হেরে গেছে মুম্বাই।

মন্তব্য