kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

অনুপযুক্ত মাঠেও জিতেছে রাসেল

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅনুপযুক্ত মাঠেও জিতেছে রাসেল

ক্রীড়া প্রতিবেদক : নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম ভালো দলগুলোর জন্যও আতঙ্ক! কারণ মাঠ এবড়োথেবড়ো, ন্যাড়া, রুক্ষ, পুরোপুরি পরিষ্কারও নয়। আবাহনীর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে থেকে প্রথম লেগ শেষ করা বসুন্ধরা কিংস একমাত্র ম্যাচে পয়েন্ট হারিয়েছে এখানেই। সেই টিম বিজেএমসির বিপক্ষে কাল এই মাঠেই প্রথম পর্বের শেষ ম্যাচে অবশ্য জয় নিয়েই ফিরেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা শেখ রাসেল। অ্যালেক্স রাফায়েলের একমাত্র গোলে ৩ পয়েন্ট পেয়েছে তারা।

অন্যদিকে আরামবাগ ক্রীড়া সংঘ কাল ঘরের মাঠে প্রথম লেগের শেষ ম্যাচটি হেরে গেছে ব্রাদার্সের কাছে। এটিও নিষ্পত্তি হয়েছে ন্যূনতম ব্যবধানে। ম্যাচের ৭৭ মিনিটে এভারটন সুজার একমাত্র গোলটিই পার্থক্য গড়ে দেয়। তাতে চতুর্থ স্থানে থাকা সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগ হারাল আরামবাগ। অবনমন অঞ্চলে থাকা ব্রাদার্স এই জয়ে এগিয়েছে এক ধাপ। আগের ম্যাচে রহমতগঞ্জের কাছে হারা মোহামেডান এখন আক্ষরিক অর্থেই অবনমন ঝুঁকিতে। ৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে। তলানিতে থাকা টিম বিজেএমসির পয়েন্ট ৪। লিগে কিংসের ম্যাচসহ চারটি ড্র তাদের। কাল আর তেমন কিছুর সুযোগ না দিয়ে রাসেল জয়সূচক গোলটি পেয়ে যায় ৪২ মিনিটে। বাঁ-দিক থেকে রাফায়েল ওদোয়িনের শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যাওয়ার মুখে আলতো টোকায় তা জালে পাঠিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যালেক্স রাফায়েল। লিগে কিংসের কাছে একটাই মাত্র ম্যাচ হেরেছে সাইফুল বারীর দল, ড্র তিনটিতে। শুরুতে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গেই ১-১ গোলে ড্র ছিল তাদের। পরে শেখ জামালও রুখে দেয় তাদের। হতাশার ছিল দশম রাউন্ডে নিজেদের মাঠ সিলেটে মুক্তিযোদ্ধার কাছে পয়েন্ট হারানোটা। কাল জয় না পেলেও অবশ্য তৃতীয় স্থানেই থাকত তারা, জয়ে আবাহনীর সঙ্গে ব্যবধানটা রাখতে পেরেছে ৩ পয়েন্টে।

মন্তব্যসাতদিনের সেরা