kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

শীর্ষে ম্যানসিটি, জুভেন্টাসের টানা ৮

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশীর্ষে ম্যানসিটি, জুভেন্টাসের টানা ৮

সেই ইত্তিহাদ। সেই ম্যানচেস্টার সিটি-টটেনহাম। মঞ্চটা শুধু চ্যাম্পিয়নস লিগের বদলে প্রিমিয়ার লিগ। দুই ম্যাচেই জিতেছে পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়নস লিগে ৪-৩ গোলে টটেনহামকে হারিয়েও বিদায় নিতে হয়েছে সিটিকে। তবে গতকাল ১-০ গোলে জিতে ফিরেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। লিভারপুলের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে তারা। এদিকে ইতালিয়ান সিরি ‘এ’তে এসি মিলান ১-১ গোলে ড্র করেছে পারমার সঙ্গে। এতে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন ধাক্কা খেয়েছে মিলানের। স্প্যানিশ লা লিগায় সেল্তা ভিগো ২-১ গোলে হারিয়েছে জিরোনাকে। গতকাল ফিওরেন্টিনাতে ২-১ গোলে হারিয়ে টানা অষ্টম সিরি ‘এ’ জয়ের আনন্দে ভেসেছে জুভেন্টাস।

গতকাল পঞ্চম মিনিটেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। সের্হিয়ো আগুয়েরোর বাড়ানো বল ডাইভিং হেডে জালে জড়ান তিনি। প্রিমিয়ার লিগে এটাই ফোডেনের প্রথম গোল। ৬১ শতাংশ বলের দখল রেখেও সিটি গোলের দেখা পায়নি আর। বলের দখলে পিছিয়ে থাকলেও সিটির সমান ৪টি শট লক্ষ্যে রেখেছিল টটেনহাম। সমান ৩৪ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট ৮৬ আর লিভারপুলের ৮৫। সিটিজেনরা পরের চার ম্যাচের একটিতে হোঁচট খেলেই অবশ্য বদলে যাবে শিরোপার সমীকরণ। তাদের চারটি ম্যাচের তিনটিই প্রতিপক্ষের মাঠে। সবচেয়ে কঠিন ম্যাচটি ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। লিভারপুলের চার ম্যাচের দুটি নিজেদের মাটিতে, অ্যাওয়ে ম্যাচের স্বাগতিকদের কেউই পয়েন্ট টেবিলের সেরা সাতে নেই, তাই কিছুটা সুবিধাজনক অবস্থানে অল রেডরা।

সিরি ‘এ’তে পারমার বিপক্ষে ৬৯ মিনিটে এগিয়ে যায় এসি মিলান। গোল করেন সামি কাস্তিলেয়ো। ম্যাচ শেষের ৩ মিনিট আগে সমতা ফেরান ব্রুনো আলভেস। এই ড্রতে ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চারে রয়েছে মিলান। সমান ৩২ ম্যাচ খেলা এএস রোমার পয়েন্ট ৫৪, আতলান্তার ৫৩ ও লািসওর ৫২। চার নম্বরে থেকে চ্যাম্পিয়নস লিগ খেলার সমান সুযোগ এই চার দলের।

গতকাল স্প্যানিশ লা লিগায় জিরোনাকে ২-১ গোলে হারিয়েছে সেল্তা ভিগো। ৩৪ মিনিটে ইয়াগো আসপাসের গোলে এগিয়ে যায় সেল্তা ভিগো। বিরতির তিন মিনিট পর সমতা ফেরান পোর্তু। ম্যাচে প্রাণ ফেরে তাতে। তবে ৬৯ মিনিটে সোফিয়ানে বুফালের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ইএসপিএন

মন্তব্যসাতদিনের সেরা