kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

ফ্লপ অব দ্য ডে

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

মন্তে কার্লো মাস্টার্সে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। রুশ দানিল মেদভেদেভের বিপক্ষে হেরে যান তিনি ২-১ সেটে। শুরুটা হতাশার হলেও ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট জিতে ১-১ এ সমতাও ফেরান শীর্ষ বাছাই সার্বিয়ান এই তারকা। কিন্তু তৃতীয় সেটে আবারও অচেনা জোকোভিচ। ম্যাচটিও হেরে যান ৩-৬, ৬-৪, ২-৬ গেমে।

মন্তব্য