kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

ভাগ্যপরীক্ষায় লাওসকে পেল বাংলাদেশ

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভাগ্যপরীক্ষায় লাওসকে পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : গত বিশ্বকাপের বাছাই শুরুর আগের এই সময়টা বেশ গর্ব করার মতো ছিল। ভারতেরও যেখানে জায়গা হয় না সেই বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে বাংলাদেশ খেলার সুযোগ পায় সরাসরি। ভারতকে খেলতে হয় প্লে-অফ। আজ তারা কোথায়! গত চার বছরে র‍্যাংকিংয়ে ১০০-ও ছুঁয়েছে দলটি, খেলেছে এশিয়ান কাপের মূল পর্বে।

বাংলাদেশের শুধু পেছানোর গল্প। ভুটানের কাছে হেরে এশিয়ান কাপের বাছাইয়েও ঢুকতে না পারা—বছর দুয়েকের নির্বাসন। এবার কী হবে! ২০২২ বিশ্বকাপের বাছাইয়ের শুরুতে বাংলাদেশই যে প্লে-অফে। যে ম্যাচ জিততে না পারলে এবার ফিফা, এএফসির ম্যাচ থেকে চার বছরের জন্যই নির্বাসন জুটবে। এএফসি র‍্যাংকিংয়ের শীর্ষ ৩৪ দল সুযোগ পেয়েছে গ্রুপ পর্বে। সর্বশেষ ফিফা র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়েও বাংলাদেশ ৪১তম। সবার নিচের ১২টি দল নিয়েই হচ্ছে প্লে-অফ। যেখান থেকে ছয়টি দল যাবে গ্রুপ পর্বে। ১২ দলের কে কার বিপক্ষে খেলবে কাল তারই ছিল ভাগ্য নির্ধারণী। কুয়ালালামপুরে হওয়া সেই ড্রয়ে বাংলাদেশ পেয়েছে লাওসকে। অর্থাৎ আগামী চার বছরের বাংলাদেশের ভাগ্যও নির্ভর করছে এই লাওসের বিপক্ষে দুই লেগের দ্বৈরথে। অন্য দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, গুয়াম, ভুটানের মতো দলগুলোও আছে। তাদের মধ্যে থেকে লাওসকে পাওয়া মানে খুব কঠিন পরীক্ষা নয়, তবে অমনোযোগিতায় নিশ্চিত ভুগতে হবে। ভুটানের কাছে বাংলাদেশের দুই বছরের নির্বাসন কেটেছিল লাওসের মাঠে গিয়ে তাদের সঙ্গে ২-২ গোলের ড্রয়ে, সেই লাওসকে হারিয়ে সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালেও খেলেছে জেমি ডের দল। ইংলিশ কোচের ব্যাখ্যায়ও ড্রয়ে বাংলাদেশের সম্ভাবনা স্পষ্ট, ‘ড্রটা আমাদের জন্য ভালোই হয়েছে। যেহেতু ওদের বিপক্ষে এর আগেও আমরা খেলেছি, দলটা সম্বন্ধে তাই কিছুটা ধারণা আছে খেলোয়াড়দের। এর পরও ম্যাচটি সহজ হবে না। কারণ সর্বশেষ দুটি ম্যাচে ভালো প্রতিদ্বন্দ্বিতা (২-২ ও ১-০) হয়েছে।  যে কেউই জিততে পারত। এই দুই লেগেও আমাদের তাই সেরাটা দিয়েই নিজেদের পক্ষে নিতে হবে রেজাল্টটা।’

মন্তব্যসাতদিনের সেরা