kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

twitter বচন

১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেtwitter বচন

টাইগার উডসকে দেখে চোখে পানি এসে গিয়েছিল, তাঁর মতো আর কেউ নেই। এভাবে বারবার অস্ত্রোপচারের পরও ফিরে আসা অসাধারণ, তোমাকে দেখে অনুপ্রাণিত হই। মিলিয়ন মিলিয়ন বার অভিনন্দন। আমিও অনেক অনুপ্রাণিত। অসংখ্য ধন্যবাদ।

দীর্ঘদিন বিরতি দিয়ে মাস্টার্স জয়ী গলফার টাইগার উডসকে অভিনন্দন সেরেনা উইলিয়ামসে

 

বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া সবাইকে অভিনন্দন। যাও এবং আমাদের জন্য বিশ্বকাপটা নিয়ো এসো। তবে কোনো চাপ নেই।

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়দের শুভেচ্ছা ইরফান পাঠানে

মন্তব্যসাতদিনের সেরা