kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

ফ্লপ অব দ্য ডে

১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

সুপার লিগের শুরুটাও একদম ভালো হয়নি ইমরান উজ্জামানের। প্রিমিয়ার লিগে সর্বশেষ তিন ম্যাচে রানখরা ছিল তাঁর ব্যাটে। আবহনীর বিপক্ষেও তাঁর ব্যাটের হাসি ফেরেনি। ২৫২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের তৃতীয় বলে শূন্য রানে আউট তিনি। তাঁর দেখানো পথে অন্য সতীর্থরাও দ্রুত হাঁটায় ৮৬ রানে গুঁড়িয়ে গেছে প্রাইম দোলেশ্বর।

মন্তব্যসাতদিনের সেরা