৩৮ বছর বয়সেও অনন্য ভেনাস উইলিয়ামস। গ্র্যান্ড স্লামে এখনো চমকে দেন সময়ের সেরা তারকাদের। তবে মায়ামি ওপেনে যাওয়া হলো না খুব বেশি দূর। গত পরশু চতুর্থ রাউন্ডে হেরেছেন সিমোনা হালেপের কাছে। ৩-৬, ৩-৬ গেমের স্কোর বলছে ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি ভেনাস। র্যাংকিংয়ে দুইয়ে থাকা হালেপ অন্যতম ফেভারিটও এই টুর্নামেন্টের।
মন্তব্য