kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

টপ অব দ্য ডে

২৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

প্রাইম ব্যাংকের বিপক্ষে আগের ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রানে। ওই হতাশা পেছনে ফেলে ৯০ ছোঁয়া ইনিংস খেলে মোহামেডানের বিপক্ষে আবাহনীর ৬ উইকেটের বড় জয়ের নায়ক জহুরুল ইসলাম। শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচে ১৩১ বলে ১২ বাউন্ডারিতে সাজানো ৯৬ রানের কার্যকর ইনিংসটির জন্য স্বভাবত ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন জহুরুলই।

মন্তব্যসাতদিনের সেরা