kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

শোক জানাবে এফএও

২০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসপ্তাহান্তে সিক্স নেশনস রাগবি ইউনিয়ন এবং রাগবি লিগের সুপার লিগের ম্যাচগুলোর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় আক্রান্তদের প্রতি সম্মান দেখিয়ে। অথচ ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা এফএ কাপের ম্যাচগুলোর আগে করা হয়নি তেমন কিছু। ইংল্যান্ডের ফুটবল কর্তৃপক্ষের বিপক্ষে ‘দ্বিমুখী নীতি’র সমালোচনার সুযোগ রয়েছে আরেক ঘটনায়। ২০১৫ সালে প্যারিস হামলার পর ক্লাবের খেলাগুলোর সময় প্রিমিয়ার লিগের দলগুলো ঠিকই কালো বাহুবন্ধনী পরে নেমেছিল মাঠে। এবার তাহলে নয় কেন? সেই সমালোচনার মুখে হোক কিংবা স্বতঃপ্রণোদিত হয়ে—ক্রাইস্টচার্চের আক্রান্তদের স্মরণ করার উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পরশু ওয়েম্বলিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচ ইংল্যান্ড খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। সেখানেই ক্রাইস্টচার্চের হতাহতদের স্মরণ করা হবে বলে জানানো হয় এফএর বিবৃতিতে, ‘২২ মার্চের ম্যাচে আমরা সম্মান জানাব ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির সব আক্রান্তের স্মরণে। ওই ভয়ংকর ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে সেদিন স্মরণ করব আমরা।’

দেরিতে নেওয়া হলেও এফএর এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে সবাই। নিউজিল্যান্ডের দুই মসজিদে গুলিতে মারা যাওয়া ৫০ জনের মধ্যে ওই দেশের জাতীয় দলের এক ফুটসাল খেলোয়াড় আটা এলায়ানও তো রয়েছেন। শোকের মিছিলে ফুটবলবিশ্বের শামিল হওয়াটা তাই প্রত্যাশিত। এএফপি

মন্তব্য