kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

ক্রাইস্টচার্চের জন্য...

১৯ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রাইস্টচার্চের জন্য...

ক্রীড়া প্রতিবেদক : কারো সঙ্গে দেখা হলেই ক্রাইস্টচার্চের ঘটনাক্রম শোনাতে হয় ক্রিকেটারদের। তাই আপাতত মিডিয়ার সঙ্গে কথা বলায় বারণ করা হয়েছে তাঁদের। তবে চোখেমুখে সেই বিভীষিকা আর নিহতদের জন্য শোকের ছায়া দেখা যায় স্পষ্ট। গতকাল তামিম-মুশফিকদের অল্পের জন্য রক্ষা পাওয়া আর নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত হয়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

তবে জীবন থেমে থাকে না, শোকের ছায়া থেকে বেরিয়ে আসছে ক্রিকেটও। আজ যেমন প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নামছেন গত শুক্রবার ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের সামনে বাসে আতঙ্কিত সময় কাটানো সৌম্য সরকার। তবে মাহমুদ উল্লাহ এখনই নামছেন না, ছুটি শেষে খেলবেন প্রিমিয়ার লিগে। তামিম ইকবাল আগেই প্রিমিয়ার লিগ থেকে ছুটি নিয়েছেন। আর সাকিব আল হাসানের লিগে খেলার সম্ভাবনা কাল একরকম নাকচই করে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘ওর (সাকিব) নাম তো ড্রাফটেই নেই। আমার মনে হয় না এ রকম কোনো সম্ভাবনা আছে।’ ওদিকে সাইফউদ্দিন গতকাল ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছেন পিঠে। আপাতত এক দিনের বিশ্রামে সেরে না উঠলে এমআরআই করানো হবে এ অলরাউন্ডারের পিঠে।

মন্তব্যসাতদিনের সেরা