kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

ফিরেই জিতলেন জিদান

১৮ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফিরেই জিতলেন জিদান

ছিলেন রিয়াল মাদ্রিদের ফুটবলার। এরপর যুব দলের কোচ, মূল কোচের সহকারী থেকে মূল দলের কোচ। ইতিহাস গড়ে সেটাও ছেড়েছেন, কিন্তু ৯ মাসের মাথায় আবার তাঁকেই ফিরিয়ে এনেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে রিয়ালে আসার পর শনিবার প্রথম ডাগআউটে দাঁড়ালেন জিদান, প্রতিপক্ষ ছিল সেল্তা ভিগো। সহজে না হলেও ২-০ গোলের জয় দিয়ে নতুন অধ্যায় শুরুর সন্তুষ্টি জিদানের কণ্ঠে। অন্যদিকে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স তাদের ২-১ গোলে হারিয়ে ২১ বছর পর জায়গা করে নিয়েছে এফএ কাপের শেষ চারে। একই ভাগ্য হতে পারত ম্যানচেস্টার সিটিরও। সোয়ানসি ২৯ মিনিটেই সিটিজেনদের জালে বল পাঠিয়ে দিয়েছিল দুইবার! শেষ পর্যন্ত অন্তিম ২০ মিনিটে ৩ গোল দিয়ে টিকে রয়েছে ম্যানসিটি, পৌঁছে গেছে সেমিফাইনালে।

সিরি ‘এ’তে মৌসুমে প্রথম হারের মুখ দেখল জুভেন্টাস। জেনোয়ার কাছে তারা হেরে গেছে ২-০ গোলে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬২ মিনিটে ইসকোর গোল আর ৭৭ মিনিটে গ্যারেথ বেলের। সেল্তা ভিগোর সঙ্গে রিয়ালের জয়টা আসেনি সহজে। জিদানও স্বীকার করলেন, ‘ভালো লাগছে, শেষ পর্যন্ত যে ফলটা আমরা খুঁজছিলাম সেটাই অর্জন করেছি। আমাদের শুরুটা ভালো হয়নি, তবে সেটা প্রত্যাশিত। আমাদের ধৈর্য ধরতে হবে। যেভাবে শুরু করেছিলাম, তার চেয়ে ভালোভাবে শেষ করেছি। তাতেই বোঝা যাচ্ছে আমরা শারীরিকভাবে ভালো অবস্থায় আছি।’ বিরতি দিয়ে ডাগআউটে ফিরে এসেছেন বলে মনেই হচ্ছে না জিদানের কাছে, ‘কিছুই বদলায়নি। এখানে এলেই মনে হয় বাড়ি ফিরে এলাম। আমি ক্লাবের অনেক কিছুর সঙ্গেই জড়িয়ে ছিলাম, তাই ফিরে এসে খুব ভালো লাগছে। এই ম্যাচটি হয়তো নিখুঁত ছিল না, তবে ইতিবাচক অনেক কিছুই খুঁজে পেয়েছি।’

ইংলিশ লিগে শোলসকায়েরের আমলে তৃতীয় ম্যাচ হারল ম্যানইউ। হারের পর তার ব্যাখ্যা, ‘আর্সেনালের বিপক্ষে আমরা গোলের দেখা পাইনি আর আজ (শনিবার) খুব বাজে খেলেছি।’ ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানইউ, ৩-২ গোলে জিতে অল্পের জন্য রক্ষা ম্যানসিটির। এফএ কাপের সেমিফাইনালে তিন দল চূড়ান্ত; ম্যানসিটি, উলভস ও ওয়াটফোর্ড। তাদের সঙ্গে যোগ দেবে মিলওয়াল-ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ম্যাচের জয়ী দল। বিবিসি, রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট

মন্তব্যসাতদিনের সেরা