kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

জামালের বেঙ্গল ওপেন জয়

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজামালের বেঙ্গল ওপেন জয়

ক্রীড়া প্রতিবেদক : কিছুদিন আগে, চট্টগ্রামের ভাটিয়ারী গলফ ক্লাবে হয়ে যাওয়া চিটাগং ওপেন জিতে নিয়েছিলেন ভারতের গলফার রশিদ খান। এবারে ভারতের মাটিতে বেঙ্গল ওপেন জিতেছেন বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্লা। প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) অধিভুক্ত এই টুর্নামেন্টে পারের চেয়ে ১৮ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন জামাল। কলকাতার টলিগঞ্জ ক্লাবে হওয়া এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডে ৩৭তম হওয়া জামাল দ্বিতীয় রাউন্ডে অল্পের জন্য কাট বাঁচান। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ৮ শট কম খেলে ২৭ ধাপ এগিয়ে উঠে আসেন লিডারবোর্ডের ১২তম অবস্থানে। শেষ রাউন্ডেও জামাল খেলেছেন পারের চেয়ে ৭ শট কম, সব মিলিয়ে -১৮ স্কোর নিয়ে জামালই বেঙ্গল ওপেন জয়ী। পুরস্কার হিসেবে পেয়েছেন প্রায় পাঁচ লাখ রুপি। একই আসরে -১৫ স্কোর নিয়ে পঞ্চম হয়েছেন বাংলাদেশের বাদল হোসেইন।

মন্তব্যসাতদিনের সেরা