kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

বিভীষিকার দুয়ার থেকে ফেরা

আজ রাতেই দেশে

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআজ রাতেই দেশে

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডে স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয় টেস্ট। সব কিছু ঠিক থাকলে আজ একই সময়েই (বাংলাদেশ সময় ভোর ৪টা) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হয়ে যেত তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট। কিন্তু গতকাল দুই মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনাই বলে দিচ্ছে যে, কোনো কিছুই ঠিক নেই। বিশেষ করে হ্যাগলি ওভালের খুব কাছের নূর মসজিদেই ঘটেছে হতাহতের সবচেয়ে বড় ঘটনাটি। যেখানে জুমার নামাজ আদায় করার কথা ছিল বাংলাদেশ দলেরও। কিন্তু মসজিদের ৫০ গজের মধ্যে চলে যাওয়া ক্রিকেটাররা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাতে বাতিল হয়ে গেছে শেষ টেস্ট। আজ যে সময়ে টেস্ট শুরু হওয়ার কথা, এর কাছাকাছি সময়ের মধ্যেই দেশে ফেরার বিমান ধরছেন মাহমুদ উল্লাহরা।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ জানিয়েছেন, আজ নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় ভোর ৫টায়) দেশে ফেরার ফ্লাইট বাংলাদেশ দলের। আজ রাত ১০টা ৪০ মিনিটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। যদিও পুরো দল একসঙ্গে দেশে ফিরতে পারবে কি না, তা নিয়ে প্রথমে সংশয় ছিল। নূর মসজিদের ৫০ গজের মধ্যে থাকা টিম বাস থেকে নেমে হ্যাগলি ওভালের ড্রেসিংরুমের নিরাপদ আশ্রয়ে ঠাঁই নেওয়া দল পরে হোটেলে যাওয়ার পরও ম্যানেজার নিশ্চিত ছিলেন না যে একসঙ্গেই ফেরা যাবে কি না। সে জন্যই বলেছিলেন, ‘ফ্লাইট শিডিউলের ব্যাপার আছে। টিকিটেরও ব্যাপার আছে। দুয়েকজন হলে খুব সহজ হতো। কিন্তু আমরা প্রায় ১৯ জন যাব। কোচদের কেউ ওয়েস্ট ইন্ডিজ, কেউ দক্ষিণ আফ্রিকায় যাবে। তাঁরা হয়তো খুব দ্রুত সিঙ্গেল টিকিট পেয়ে যাবে। এই ১৯ জনের জন্য যেভাবেই হোক, এক ফ্লাইটে না হলেও আগ-পিছ করে যত দ্রুত সম্ভব ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে।’ শেষ পর্যন্ত আগ-পিছ করতে হচ্ছে না। পুরো দলের জন্যই কাটা গেছে একই ফ্লাইটের টিকিট।

মন্তব্য