kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

ফ্লপ অব দ্য ডে

১৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

সবশেষ চার গ্র্যান্ড স্লামের তিনটি জিতেছেন নোভাক জোকোভিচ। র‌্যাংকিংয়ের শীর্ষেও এখন তিনি। তবে গত পরশু ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেছেন তিনি। র‌্যাংকিংয়ে ৩৯ নম্বরে থাকা জার্মান ফিলিপ কোলসরেইবার জিতেছেন ৬-৪, ৬-৪ গেমে। সরাসরি সেটে এভাবে হারার পর ক্ষোভে র‌্যাকেট ভেঙে ফেলেন জোকোভিচ।

মন্তব্যসাতদিনের সেরা