kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

আবারও সিলেট

১৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবারও সিলেট

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। সবগুলো ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল সিলেট। ১০ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে ঢাকা বিভাগ। এবারের মহিলা জাতীয় লিগের ম্যাচগুলো হয়েছে ৫০ ওভারের, ওয়ানডে ফরম্যাটে। গতবার হয়েছিল টি-টোয়েন্টি। ২০৫ রান ও ১৬ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন খুলনার রুমানা আহমেদ। একটি শতক ও তিনটি অর্ধশতক মিলিয়ে ৭ ম্যাচে ৪১৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক সিলেটের মুর্শেদা খাতুন হ্যাপি। সবচেয়ে বেশি ১৬ উইকেট রুমানা ও নাহিদা আখতারের। সবচেয়ে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের পুরস্কার উঠেছে ১৫ উইকেট নেওয়া ময়মনসিংহের ১৪ বছর বয়সী লেগস্পিনার স্বর্ণার হাতে।

মন্তব্যসাতদিনের সেরা