kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

আড়াই বছর পর জাতীয় সাঁতার

১০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : অবশেষে জাতীয় সাঁতার প্রতিযোগিতা আয়োজনের সময় হয়েছে ফেডারেশনের। সর্বশেষ হয়েছিল ২০১৬ সালের নভেম্বরে। প্রায় আড়াই বছর বাদে আবার সাঁতার ফেডারেশন এই আয়োজন শুরু হচ্ছে আজ মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে। গতকাল বিওএ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাঁতার ফেডারেশনের সহসভাপতি রফিজ উদ্দিন বলেছেন, ‘আমাদের নানা প্রতিবন্ধকতা আছে। সীমাবদ্ধতাও আছে। তাই আমরা জাতীয় সাঁতার নিয়মিত আয়োজন করতে পারিনি। গত বছর সেরা সাঁতারুর খোঁজে প্রতিভাবান সাঁতারু খোঁজা হয়েছিল।’ প্রতিভা অন্বেষণের কারণে তারা জাতীয় সাঁতার করতে পারেনি! শুধু এটি নয়, গত বছর এই ফেডারেশন কোনো কম্পিটিশনই আয়োজন করেনি। এভাবে কর্মকর্তাদের অবহেলায় খেলাটি শেষ হয়ে যেতে বসেছে। চার দিনব্যাপী এই আয়োজনে ছেলে ও মেয়েদের ৩৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হবে। এ ছাড়া পুরুষ বিভাগে তিনটি ডাইভিং ইভেন্ট ও ওয়াটারপোলোতে লড়াই হবে।

মন্তব্যসাতদিনের সেরা