অন্য রকম খেলা

দুই চাকায় ঢাল বেয়ে নামার রোমাঞ্চ

অন্যান্য
অন্যান্য
শেয়ার
দুই চাকায় ঢাল বেয়ে নামার রোমাঞ্চ
বব মার্লের বিখ্যাত ‘বাফেলো সোলজার’ গানটার কথা নিশ্চয়ই অজানা নয়। মাউন্টেন বাইকিংয়ের জন্মলগ্নের সঙ্গে মিশে আছে সেই বাফেলো সোলজারদের গল্প। এই বাহিনী গঠন করা হয়েছিল আফ্রিকান-আমেরিকান ও নেটিভ-আমেরিকান সৈনিকদের নিয়ে। ১৮০০ শতকের শেষের দিকে বাইসাইকেলে করে পার্বত্য অঞ্চলে সেনা অভিযানে গিয়েছিল এই ১০ম ক্যাভালরি রেজিমেন্ট। তাদের সাইকেলগুলোকে পাহাড়ে চড়ার উপযোগী করতে জুড়ে দেওয়া হয়েছিল বেশ কিছু বাড়তি যন্ত্রাংশ। সেসবই পরিচিত হয়ে উঠল ‘মাউন্টেন বাইক’ নামে।

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার

ব্রাইটনের ম্যাচও মিস

শেয়ার

তবু ফাইনালে

নিজেদের কাজ করে রাখছে আর্সেনাল

সর্বশেষ সংবাদ