kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

সেরাদের সেরা জোকোভিচ

২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসেরাদের সেরা জোকোভিচ

ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ নামে খ্যাত লরিয়াস অ্যাওয়ার্ড। ফুটবল, টেনিস, ক্রিকেট, অ্যাথলেটিকস—সব খেলারই পারফরম্যান্স বিবেচনা করে প্রতিবছর সেরাদের সম্মানিত করে আসছে তারা। এবার সেরাদের সেরার স্বীকৃতি ‘লরিয়াস স্পোর্টসম্যান অব দ্য ইয়ার’ হয়েছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। আর জিমন্যাস্ট সিমোনা বাইলস জিতেছেন ২০১৮ সালের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার। লরিয়াস একাডেমির ৬৮ জন বিচারকের ভোটে বিশ্বকাপ ফুটবলজয়ী কিলিয়ান এমবাপ্পে ও ব্রিটিশ সাইক্লিস্ট ক্রিস হোয়েকে পেছনে ফেলে সেরার পুরস্কার জোকোভিচের।

ফরাসি বিশ্বকাপজয়ী দল জিতেছে বর্ষসেরা দলের পুরস্কার। এমবাপ্পে আর রাশিয়া বিশ্বকাপ খেলা কয়েকজনসহ পুরস্কারটা নিয়েছেন কোচ দিদিয়ের দেশম। যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোনা বাইলস গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন চারটি সোনা। সেই সঙ্গে জিতেছিলেন একটি করে রুপা ও ব্রোঞ্জ। এ জন্যই হয়েছেন মেয়েদের সেরা। প্রথম জাপানি হিসেবে টেনিসের কোনো গ্র্যান্ড স্লাম জিতেছিলেন নাওমি ওসাকা। ইউএস ওপেনের বিতর্কিত সেই ফাইনালে সেরেনা উইলিয়ামস চেয়ার আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ানোয় ওসাকার কীর্তিটা পায় অন্য মাত্রা। মেয়েদের র‌্যাংকিংয়ের চূড়ায় ওঠা এই জাপানি জিতেছেন ‘ব্রেক থ্রু অব দ্য ইয়ার’ পুরস্কার। গলফে পাঁচ বছর পর কোনো শিরোপা জিতেছিলেন টাইগার উডস। ১৪ মেজরজয়ী এই কিংবদন্তি জিতেছেন ‘কামব্যাক অব দ্য ইয়ার’। আর আজীবন সম্মাননা পুরস্কার জিতেছেন আর্সেনালে দুই দশকের বেশি কাটানো ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা