kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

চোট ও শাস্তি

১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : টানা দুই হারে ওয়ানডে সিরিজ গেছে। নিউজিল্যান্ড থেকে দুঃসংবাদের এখানেই শেষ নয়। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডের পর মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের ইনজুরি নিয়ে শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল। আগামীকাল জানা যাবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবেন কি না তাঁরা। পাঁজরের হাড়ের ব্যথা অনুভব করছেন মুশফিক। আর টানা দুই ফিফটি করা মিঠুনের সমস্যা হ্যামস্ট্রিংয়ে। দুঃসংবাদের এ মিছিলে সব শেষ যুক্ত হয়েছে মাহমুদ উল্লাহর শাস্তি। দ্বিতীয় ওয়ানডেতে অননুমোদিত আচরণের দায়ে তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি। অবশ্য তিনি একা নন, সে ম্যাচে স্লেজিং করে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে। অর্থদণ্ডে ব্যবধান থাকলেও ‘ডিমেরিট পয়েন্ট’ সমান ১টি করে জুটেছে দুজনের ভাগ্যে।

মন্তব্যসাতদিনের সেরা