kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

পিএসজিতেই থাকছেন নেইমার

১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবার্সেলোনায় ফেরার গুঞ্জন চাপা পড়েছে আগেই। খোদ বার্সাও নিশ্চিত করেছে, নেইমারকে ফেরাবে না তারা। একই সুর নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়রের কণ্ঠেও। শুধু বার্সেলোনা নয়, অন্য ক্লাবেও ছেলের যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি, ‘নেইমারকে নিয়ে কথা বলতে পারে শুধু দুজন। একজন ও নিজে, আরেকজন আমি। আমাদের দুজনের কাছ থেকে কেউ কি কখনো শুনেছেন বার্সেলোনায় ফেরার কথা? বার্সা থেকে কেউ যোগাযোগ করেনি। পুরোটা গুজব। নেইমারের বর্তমান পিএসজি, ভবিষ্যৎও এখানে। তবে এটা ঠিক, ফুটবলের ভবিষ্যৎ বদলাতে পারে যেকোনো সময়।’

ফ্রান্সে অপ্রতিদ্বন্দ্বী পিএসজি। মৌসুমে তিনটি শিরোপা নিয়মিতই জিতছে তারা। নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের মতো তারকাদের কেনা হয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নে। অথচ চোটে পড়ে গত মৌসুমের মতো এবারও অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হচ্ছে নেইমারকে। ম্যানইউর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগেও তাঁর না থাকাটা নিশ্চিত করলেন নেইমারের বাবা, ‘দ্বিতীয় লেগ খেলা নেইমারের জন্য অসম্ভব।’ মার্কা

মন্তব্যসাতদিনের সেরা