kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

আন্তর্জাতিক রেটিং দাবা

১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্রিন স্কলার ওপেন আন্তর্জাতিক রেটিং দাবায় চতুর্থ রাউন্ডের খেলা শেষে সাড়ে ৩ পয়েন্ট করে অর্জন করে যৌথভাবে শীর্ষে আছেন তিনজন খেলোয়াড়। এই তিন দাবাড়ু হচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের চঞ্চল কুমার ঘোষ এবং লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিমের মো. নাসিম হোসেন ভূঁইয়া। ৩ পয়েন্ট করে অর্জন করে যৌথভাবে দ্বিতীয় স্থানেও আছেন তিনজন খেলোয়াড়—সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাঘর দাবা সংঘ গোপালগঞ্জের ফয়সাল হোসেন এবং লিওনাইন চেস ক্লাবের গিয়াস উদ্দিন আহমেদ। মোট সাতজন খেলোয়াড় পেয়েছেন আড়াই পয়েন্ট করে। চতুর্থ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার জাভেদ আমিনুলকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল ক্যান্ডিডেট মাস্টার সোহেলকে, নাসিম মিহিরকে, ফয়সাল ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেনকে এবং গিয়াস জাবেদ হারায় আল আজাদকে। বিজ্ঞপ্তি

মন্তব্যসাতদিনের সেরা